এনবিটিভি ডেস্কঃ বাসন্তীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল যুবকের। জানা গিয়েছে, দক্ষিন ২৪ পরগণার বাসন্তী থানার তিতকুমার গ্রামে বছর চল্লিশের উত্তম মন্ডল নিজের জমিতে জল দিতে গিয়ে মোটর পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তবে চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। দেহটি ময়নাতদন্তের জন্য পুলিশ নিয়ে যায়।
মৃত্যুর খবরে তাঁর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।