২৪ ঘন্টার মধ্যে দু’বার কেঁপে উঠল মাটি, আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে এল মানুষজন

এনবিটিভি ডেস্ক: রবিবার সন্ধের পর সোমবার দুপুর, ফের ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাটের রাজকোট থেকে ৮৩ কিমি দূরের একটি এলাকা। কম্পন টের পাওয়া গেল কচ্ছ থেকেও। আজ দুপুর ১২.৫৭ নাগাদ কেঁপে ওঠে রাজকোটের কাছে ওই এলাকা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে কম্পনের মাত্রা ছিল রিখচার স্কেলে ৪.৪।

কম্পন টের পাওয়া যায় কচ্ছের ভারুচ থেকেও। আতঙ্কে মানুষজন বাড়ি থেকে বেরিয়ে পড়েন। প্রথম কম্পন হয় ১২.৫৭ তে। কম্পনের মাত্রা ছিল ৪.৬। দ্বিতীয় কম্পন হয়, ১টায়। মাত্রা ছিল ৩.৬। পাঁচ মিনিটের ব্যবধানে পরপর দুবার কেঁপে ওঠে মাটি।

গুজরাটে রবিবার ভূমিকম্পের আধ ঘণ্টা পরেই কম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরের কাটরায়। সেখানে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ২.৯। গত ২ মাসে রাজধানী দিল্লি ও তার আসপাশের এলাকায় অন্তত ১৪ বার ভূমিকম্প হয়েছে। তবে বড় কোনও ক্ষতি হয়নি।

Latest articles

Related articles