ওমিক্রনের হানার আশঙ্কায় কলকাতা বিমানবন্দর, ব্রিটেন ফেরত রোগী করোনা পসিটিভ

এনবিটিভি ডেস্কঃ  তবে কি এবার কলকাতাতেও ঢুকে পড়ল করোনাভাইরাসের ওমিক্রনের নয়া স্ট্রেন ? ব্রিটেন ফেরত রোগীর শরীরে কোভিড থাবা বসানোয় আতঙ্ক ছড়িয়েছে শহরে।ব্রিটেন ফেরত এক কলকাতার বাসিন্দার কোভিড রিপোর্ট পজিটিভ আসায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে শহরে। সুত্রে জানা গিয়েছে,শুক্রবার গভীর রাতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন ১৮ বছরের ওই তরুণী।

 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নিয়ম অনুযায়ী সঙ্গে সঙ্গে তাঁর RT-PCR টেস্ট করা হয়। আর তাতেই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তড়িঘড়ি ওই যাত্রীকে আইসোলেট করা হয়। ইতিমধ্যেই তাঁকে চিকিৎসার জন্য বেলেঘাটা ID হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁর শরীরে ওমিক্রনের থাবা বসিয়েছে কিনা, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বেলেঘাটা ID হাসপাতাল ।

স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ব্রিটেন ফেরত ওই তরুণীর লালারসের নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য ল্যাবে পাঠানো হয়েছে। স্বাস্থ্য ভবনের কর্তারা  জানিয়েছেন, ৪৮ ঘণ্টার আগে সেই রিপোর্ট না এলে সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। জানা গিয়েছে, ওই তরুণী আলিপুরের বাসিন্দা। কাতার এয়ারওয়েজের বিমানে ফিরেছেন তিনি। ব্রিটেন থেকে দোহা হয়ে কলকাতায় ফিরেছেন তিনি।

 

ওমিক্রন প্রসঙ্গে এক ভাইরাস বিশেষজ্ঞ বলেন,  “ডেল্টা ভ্যারিয়্যান্টের সংক্রমণে করোনা আক্রান্ত রোগীর শরীরে একাধিক উপসর্গ দেখা যেত। এই ভ্যারিয়্যান্ট অত্যন্ত ঘাতক বলে প্রমাণিত হয়েছে। অন্যদিকে, ওমিক্রণ দ্রুত ছড়িয়ে পড়ে ঠিকই, কিন্তু, আক্রান্তের দেহে অনেক কম উপসর্গ দেখা যায়।”

Latest articles

Related articles