সংবাদ মাধ্যমের খবরের জের, নতুন করে জীবন ফিরে পেল পরিবারের মৃত দুই সদস্য

এনবিটিভি,নদীয়া: আরও একবার জয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের। আজকাল খবরের শিরোনামে দেখা যায় সংবাদমাধ্যম ও সংবাদকর্মীকে নিগ্রহ করা হচ্ছে তখন সংবাদমাধ্যম ও সংবাদকর্মীরা ওই নিগ্রহের প্রতিবাদ কলম ও ক্যামেরার মধ্যে দিয়ে প্রকাশ করেন। ঠিক তেমনি এবার সেই সংবাদমাধ্যমের এক অনন্য নজির দেখা গেল। সংবাদ মাধ্যমের খবরে জেরে নড়েচড়ে বসল খাদ্য দপ্তর। আর তার জেরে নতুন করে জীবন ফিরে পেল দুই মৃত ব্যক্তি। ঘটনা নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া প্রফুল্ল নগর এলাকার।

শান্তিপুর পঞ্চায়েত সমিতির কার্যালয় ।

 

জানা গেছে, প্রফুল্ল নগর এলাকার বাসিন্দা কৌশিক সরকার এবং তার মা রঞ্জিতা সরকার। একমাস আগে তারা জানতে পারেনা বেঁচে থাকতেও তাদের রেশন কার্ডে মৃত বলে দেখান হয়েছে। এরপরই তারা নিজেদেরকে জীবিত প্রমাণ করতে একাধিকবার খাদ্য দপ্তর থেকে শুরু করে শান্তিপুর ব্লক উন্নয়ন আধিকারিক সহ মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন। কিন্তু লিখিতভাবে প্রশাসনের দরজায় কড়া নাড়লেও কোনও সুরাহা হয়নি।

একদিকে যেমন সরকারী জিনিসপত্র থেকে তারা বঞ্চিত হচ্ছিলেন তেমনি বিভিন্ন কাজের ক্ষেত্রেও প্রমাণপত্র হিসেবে রেশন কার্ড তারা জমা দিতে পারছিলেন না। অবশেষে নিরুপায় হয়ে তারা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়। সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পরেই নড়েচড়ে বসে খাদ্য দপ্তর।

সূত্রের খবর, তার কয়েক ঘন্টা পরেই পুনরায় তাদেরকে রেশন কার্ডে জীবিত বলে দেখান হয়। এরপর তারা এই সমস্যা থেকে উদ্ধার হওয়ার পাশাপাশি সংবাদমাধ্যমের এই উদ্যোগকে স্বাভাবিকভাবেই ওই পরিবারের তরফ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। বলাই বাহুল্য, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ফের একবার জয় ও সফলতা হল।

Latest articles

Related articles