২০১৯ সালে সংসদে পাশ হওয়া CAA আইন এবং ২০০৩ সালের নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে NPR এর মধ্য দিয়ে সারা দেশে জাতীয় নাগরিক পঞ্জি (NRC) লাগু করা চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ এই পার্টির। কেন্দ্রীয় সরকারের এই আইনের বিরোধিতায় সারা দেশব্যাপি ও এই রাজ্যে দূর্বার আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া।
তারা আরোও দাবী করেছে, বিশেষভাবে, লোকসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি দল NPR, NRC ও CAA-র ভীতি দেখিয়ে ও ঘৃণার পরিবেশ তৈরী করে বাংলার সম্প্রীতিকামী জনগণকে যেভাবে মেরুকরণ করতে চেয়েছে তাকে বারবার চ্যালেঞ্জ জানিয়েছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। দেশ যখন বিশ্বক্ষুধা সূচকে প্রতিবেশী দেশগুলোর থেকেও উপরের সারিতে অবস্থান করছে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যখন তলানিতে এবং দেশে ভেদভাবনার শিকার হচ্ছে সাধারণ মানুষ থেকে বিশিষ্টরা, তখন অসাংবিধানিক ও বৈষম্যপূর্ণ CAA আইন পাশের দ্বিতীয় বর্ষপূর্তিতে পার্টি আবারও NPR, NRC ও CAA বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান কী তা জানবার উদ্দেশ্যেই নিঃশর্ত নাগরিকত্ব প্রদানের দাবীতে সংবিধান বিরোধী ও নিপীড়নমূলক ফ্যাসিবাদী কৌশলের বিরুদ্ধে সোচ্চার হতে চাইছে। তাই নাগরিকত্ব সংশোধনী আইন-২০১৯ পাশের বর্ষপূর্তিতে CAA, NPR, NRC ইস্যুতে জনমত গঠনের লক্ষ্যে নিউটাউন ইকো-পার্কের নিকটে হোটেল ক্যাপিটালে বুদ্ধিজীবী বৈঠক করলেন ওয়েলফেয়ার পার্টি কোলকাতা মেট্রো সিটি।
ওয়েলফেয়ার পার্টির এদিনের বুদ্ধিজীবী বৈঠকে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান, নিউটাউন-রাজারহাটের বিধায়ক তাপস চ্যাটার্জি, পার্টির রাজ্য সম্পাদক আবু তাহের আনসারী, শাহাজাদী পারভীন, FITU রাজ্য সম্পাদক সেখ মোজাফফর, কোলকাতা মেট্রো সিটির কনভেনর সফিকুল ইসলাম, ম্যানচেস্টার ইউনিভার্সিটির পোস্ট ডক্টরেট রিসার্চ এসোসিয়েট ডঃ মেহেবুব সাহানা, ফ্র্যাটারনিটি মুভমেন্ট এর রাজ্য সম্পাদক নয়িম শেখ, যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর ডঃ আব্দুল মাতিন, সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক ডঃরবিউল ইসলাম, PSU রাজ্য সম্পাদক নওফেল মহম্মদ সাইফুল্লাহ, রবীন্দ্র ভারতী বিশ্ব বিদ্যালয়ের গবেষক ডঃ নওশিন বাবা খান, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের গবেষক সানজিদা পারভীন, BASE এর সহ-সভাপতি কাজী শরিফ, আলিয়া ইউনিভার্সিটি অধ্যাপক ডঃ সাইফুল্লাহ, পার্টির মেট্রো সিটির সহকারী কনভেনর তাজউদ্দিন মোল্লা, কোষাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা,রামিজ রাজা, নাগরিক মঞ্চের সম্পাদক অজিত কর্মকার প্রমুখ ব্যক্তিত্ব।