নেশা মুক্তি কেন্দ্রে ১ যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ, ঘটনায় চাঞ্চল্য

এনবিটিভি,নদীয়া: এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল নদীয়ার বার্ণিয়ার এক নেশা মুক্তি কেন্দ্রের কর্তৃপক্ষের বিরুদ্ধে। মৃতের নাম সাবরাজ দফাদার (৩৯)। নদীয়ার নাকাশিপাড়ার বিলকুমারি এলাকার বাসিন্দা। জানা যায়, নাকাশীপাড়া থানা এলাকার বিলকুমারী গ্রামের বাসিন্দা সাবরাজ দফাদার বেশ কয়েক বছর ধরে মদ্যপান করেন। একদিকে নিম্নবিত্ত পরিবারের হওয়ার কারণে তিনবেলা খাওয়ার জোগাতেই হিমশিম খাচ্ছিলেন তার পরিবার। অন্যদিকে কাজ না করে সে নিত্যদিন মদ্যপান করে বাড়িতে ঢুকত। সমাজের মূল স্রোতে ফেরানোর লক্ষ্যে বার্নিয়ার একটি নেশা মুক্তি কেন্দ্র সঙ্গে তারা যোগাযোগ করে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, যেহেতু ওই পরিবারের পক্ষ থেকে চিকিৎসা করা সম্ভব ছিল না সেই কারণেই তারা বার্নিয়ার ওই নেশা মুক্তি কেন্দ্রের হাতে তাদের পরিবারের সদস্যকে তুলে দেয়। কিন্তু একদিন যেতে না যেতেই হঠাৎ নেশা মুক্তি কেন্দ্রের তরফ থেকে কিছু না জানিয়েই তারা সাবরাজের মৃতদেহ বাড়ির সামনে রেখে চলে যায়। স্থানীয় এবং পরিবারের দাবি নেশা করলেও তিনি শারীরিকভাবে সুস্থ ছিলেন। এক দিনেই কিভাবে তার মৃত্যু ঘটলো তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এলাকার বাসিন্দাদের দাবি পিটিয়ে মেরে ফেলা হয়েছে তাকে। যদিও শরীরের বাইরে সেভাবে ক্ষতচিহ্ন না থাকলেও ঠিক কীভাবে তার মৃত্যু ঘটলো তা ময়না তদন্তের পরই জানা যাবে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাকাশিপাড়া থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও এই ঘটনায় নেশা মুক্তি কেন্দ্র কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পাশাপাশি মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Latest articles

Related articles