বাঁকুড়া জেলায় ছেলের হাতে বাবা খুন 

তন্ময় চৌধুরী, বাঁকুড়া: ছেলের হাতে খুন হল বাবা।ছেলের কাটারীর কোপে খুন হন বছর ৬৫  সনাতন কিস্কু। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলায়  খাতড়া থানার বাঁশনালা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছেলে পরিতোষ কিস্কুর সাথে বাবা সনাতন কিস্কুর প্রায়শই ঝামেলা হত। ঐ দিন রাতে আরও ঝামলে হলে বাবা সনাতন কিস্কুকে কাটারীর কোপ মারে ছেলে পরিতোষ। ছেলেকে বাধা দিতে গেলে তার মা-ও আহত হন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

মঙ্গলবার সকালে পুলিশ অভিযুক্ত পরিতোষ কিস্কুকে আটক করার পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে।
খুনের ঘটনায় অভিযুক্ত পরিতোষ কিস্কুর স্ত্রী অর্চণা কিস্কুর দাবি, বাড়িতে সেরকম ঝামেলা হয়নি। তার স্বামী মানসিক বিকারগ্রস্ত। আর তার ফলেই এই ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। খাতড়া থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Latest articles

Related articles