এনবিটিভি ডেস্কঃ শুক্রবার ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দ্বারা প্রকাশিত একটি বুলেটিন অনুসারে ভারতে এখনও পর্যন্ত ওমিক্রন ভ্যারিয়েন্টের আক্রান্তের সংখ্যা ৩৫৮ জন ব্যাক্তি।
শুক্রবারের বুলেটিন অনুসারে গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬৬৫০ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় ৭০৫১ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। মোট করোনা আক্রান্ত থেকে সুস্থতার সংখ্যা ৩.৪২ কোটি।
০.৫৭ শতাংশে দৈনিক আক্রান্তের হার গত ৮১ দিন ধরে ২ শতাংশের কম। যেখানে সাপ্তাহিক করোনা আক্রান্তের হার (০.৫৯%) গত ৪০ দিন ধরে ১ শতাংশের কম।
বর্তমানে ভারতে করোনার সক্রিয় আক্রান্তর সংখ্যা ৭৭.৫১৬ এ দাঁড়িয়েছে। অর্থাৎ সক্রিয় আক্রান্তের শতাংশের নিরিখে ০.২২ শতাংশ দাঁড়িয়েছে। যেটি মার্চ থেকে সর্বনিম্ন, মোট মামলার ১ শতাংশেরও কম।
ভারতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক থেকে জানা যে, শুক্রবার পর্যন্ত ৬৬.৯৮ কোটি পরীক্ষ করা হয়েছে।