জৈদুল সেখ, বড়ঞা : মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঞা থানার অন্তর্গত সুন্দরপুর ব্রিজের কাজ চলার জন্য যানজটের জেড়ে দীর্ঘক্ষন অবরুদ্ধ হয়ে পড়ল হলদিয়া ফারাক্কা বাদশাহী সড়ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সিন্দুরপুর ব্রীজ সংস্কারের কাজ চলছে। ব্রিজ সংস্কারের কাজের জন্য ওয়ান ওয়ে হয়ে রয়েছে ব্রিজ সংলগ্ন এলাকার বাদশাহী সড়ক। তারই জেরে যানজটের জন্য রবিবার সকালে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে বাদশাহী সড়ক।
যদিও পরবর্তীকালে বড়ঞা থানার পুলিশের হস্তক্ষেপে যানজট নিয়ন্ত্রণে আসে এবং বাদশাহী সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে সকাল সকাল ঘণ্টাখানেকের এই যানজটের জন্য ব্যাপক ভোগান্তির শিকার সাধারণ মানুষ। অনেকেই সঠিক সময়ে নিজেদের গন্তব্যে পৌঁছাতে না পেরে প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছেন। বিশেষ করে অসুস্থ ব্যক্তিদের বহনকারী গাড়িগুলো আটকে যাওয়ায় ক্ষুব্ধ অনেকেই।