জৈদুল সেখ, কান্দিঃ সকাল থেকেই মুর্শিদাবাদের কান্দির বিভিন্ন বাজার হাটে দেখা গেল অসচেতনতার চিত্র। করোনা মহামারী যেন বিন্দুমাত্র ভূক্ষেপ নেই এই সমস্ত মানুষের কাছে। পথ চলতি মানুষ থেকে শুরু করে দোকানদার বেশিরভাগ ক্ষেত্রেই মুখে নেই মাস্ক।
ক্যামেরার সামনে যদিও কেউ কেউ মাস্ক পড়ে নিচ্ছে! কান্দীর পুরন্দপুর, গোকর্ণ, জীবন্তি, মহলন্দী তে একই চিত্র দেখা গেল। কিন্তু অবাক করা চিত্র দেখা গেল জীবন্তি ব্যাংঙ্ক অফ ইন্ডিয়া শাখায় বেশিরভাগ মাস্ক ছাড়াই লম্বা লাইন এবং ব্যাংঙ্কের ভিতরে গাদাগাদি ভিড়।
এমন অসচেতনতা থাকলে আদৌ ওমিক্রন বা করোনা ভাইরাস হাত থাকে মানুষ রেহাই পাবে উঠেছে প্রশ্ন।