মুর্শিদাবাদের প্রথম সারির করোনা যোদ্ধাদের বুস্টার ডোজ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

চলছে বুস্টার ডোজ  দেওয়ার কাজ।
চলছে বুস্টার ডোজ দেওয়ার কাজ।

জৈদুল সেখ, বহরমপুরঃ  সোমবার থেকে মুর্শিদাবাদ জেলার চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মীদের মত প্রথম সারির করোনা যোদ্ধাদের করোনা টীকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলায় করােনার বিরুদ্ধে লড়াইতে প্রথম সারিতে থাকা যোদ্ধাদের সংখ্যা প্রায় ৬৫ হাজার। তার মধ্যে সরকারি, বেসরকারি চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী-সহ অন্য কর্মী রয়েছেন প্রায়৪১ হাজার।

 এ ছাড়া জেলশাসকের দফতরের আওতায় থাকা কর্মী ও পুলিশকর্মী মিলিয়ে জেলায় রয়েছেন ২৫ হাজার করোনা যোদ্ধা। এরা সকলেই করোনা  টিকার বুস্টার ডোজ পাবেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।

 এ ছাড়া যাঁদের কো-মবিডিটি রয়েছে তাঁরাও করোনা টিকার বুস্টার ডোজ পাবেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর