এনবিটিভি, ডোমকলঃ মুর্শিদাবাদ ডোমকল থানার অন্তর্গত মেহেদী পড়ার বাসিন্দা রিংকু গাইন শ্রমিকের কাজ করত কেরালায়। রবিবার কেরালার উদ্দেশ্যের ট্রেনে ওঠেন ওই যুবক। সোমবার পরিবারের কাছে খবর আসে ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছে ওই যুবক এবং অন্ধ্রপ্রদেশের এক হাসপাতালে ভর্তি আছে। এরপর মঙ্গলবার হাসপাতাল থেকে রিংকুর বন্ধুরা খবর দেয়, সে আর বেচেঁ নেই। খবর শুনে কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারে সদস্যরা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিংকুর পরিবারে আছে স্ত্রী আলিয়া খাতুন, চার বছরের পুত্র সন্তান, আর বয়স্ক বাবা মা । ওই যুবকই পরিবারের একমাত্র উপার্জনকরী ছিল। খুব কষ্টে শিষ্টেই দিন চলত ওই পরিবারের। এই ঘটনায় পুরো পরিবার পথে এসে দাঁড়ালো।
এখন শোকের ছায়া পরিবারে। পরিবারের একটাই কাতর আবেদন সরকারী সহযোগিতা। তাছাড়া সাংসারিক খরচ চালানো কঠিন হয়ে পড়বে।