সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে প্রজাতন্ত্র দিবসের দিন পথে নামলেন ডোমকল এপিডিআর সংগঠন

এনবিটিভি, মুর্শিদাবাদ: স্কুল,কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে প্রজাতন্ত্র দিবসের দিন পথে নামলেন ডোমকল এপিডিআর সংগঠন।

তাদের স্লোগান ছিল ‘শিক্ষা আমাদের অধিকার, শিক্ষা নিয়ে বাঁচতে চাই’। বুধবার দুপুরে ডোমকল  ব্রীজ থেকে শুরু করে ডোমকল বাস স্ট্যান্ড ও বাজার পর্যন্ত হয় এই পদযাত্রা।

রাজ্যের বিভিন্ন জায়গায় স্কুল খোলা নিয়ে আন্দোলন শুরু করেছে বিশিষ্টজনেরা। গতকাল মুর্শিদাবাদের বাম সংগঠনেরা সালার বিডিও র কাছে স্কুল খোলার দাবিতে  ডেপুটেশন জমা দেয়।

এসপিডিআর সংগঠনের এক প্রবীণ নেতা বলেন, NEP ২০২০ শিক্ষা নীতি বাতিলের দাবিতে এবং করোনা অজুহাতে দীর্ঘ ২ বছর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবিতে আমাদের এই আন্দোলন। তিনি আরও বলেন, অ্যাপ ও অনলাইন মাধ্যমে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে বেসরকারিকরণ করার জন্য এই চক্রান্ত চলেছে। সমাজের বেশির ভাগ ছাত্রছাত্রীরা মধ্যবিও ও নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে আসে,তাদের পক্ষে এই অ্যাপনির্ভর বা অনলাইনে পড়াশোনা করা সম্ভব নয়। তাই তার দাবিতে এই আন্দোলন।

Latest articles

Related articles