ডোমকলে খেলতে গিয়ে বোমা ফেটে জখম দুই শিশু, চাঞ্চল্য ছড়াল এলাকায়

এনবিটিভি, ডোমকলঃ  খেলতে খেলতে বোমা ফেটে জখম  জুনাইদ শেখ (৬) ও ফারহান শেখ (৫) নামে দুই শিশু। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার অন্তর্গত ধুলাউড়ির তুলসীপুর  শিশেরপাড়া এলাকায়। ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোসলেম মন্ডল ও গাজলু শেখের দুই নাতি খেলা করছিল এক পাটকাঠির গাদার পাশে ঠিক তখনই গাদার উপর থেকে বোমা পড়ে গিয়ে ফেটে যায়। তখনই আহত হয় দুই শিশু। বোমার আওয়াজ শুনে ছুটে আসে স্থানীয়রা। এরপর তারা দুই শিশুকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করেন। দুইজনের মধ্যে জুনাইদ শেখের অবস্থা আশঙ্কাজনক। তাই তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অভিযোগের তীর গজলু শেখের বিরূদ্ধে যদিও তার স্ত্রী বোমা রাখার ঘটনা অস্বীকার করেছেন।

জুনায়েদ শেখের পিসি গৈরব খাতুন বিবি বলেন, গাজলু শেখের বাড়িতেই ওই বোমা ছিল, ওইদিন বোমা দুটি পাটকাঠির গাদার মধ্যে শুকতে দেয় তা থেকেই ঘটে দূর্ঘটনা। তিনি আরও বলেন, সে বিভিন্ন দুর্নীতি মূলক কাজের সাথে যুক্ত আছে তাই এলাকার লোকেরা তাকে ভয় পায়।

এরপর ঘটনাস্থলে আসে পুলিশ এবং উদ্ধার করে নিয়ে যায় বোমা দুটি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Latest articles

Related articles