শেখ সাদ্দাম, মালদা, এনবিটিভি: দীর্ঘ পনেরো বছর ধরে অসুস্থ। বিছানায় শয্যাশায়ী। কি হালে কাটছে তার দিন কেউ খোঁজ নেইনি। কথায় আছে যার কেউ নেই তার ভগবান আছে। এমনই এক ব্যক্তি ভগবানের দূত হয়ে ওই অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন।করে দিলেন চিকিৎসার সুব্যবস্থা। হাতে তুলে দিলেন অর্থ।সেই দূত আর কেউ না,এলাকারই এক সাংবাদিক।
জানা যায় হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কাওয়ামারি গ্রামের বাসিন্দা হাসান আলি(৩৩) দীর্ঘ ১৫ বছর ধরে কিডনিজনিত রোগে আক্রান্ত। বিছানায় শয্যাশায়ী।একায় চলতে পারে না। তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। মিলেনি কোনোরকম সাহায্য অর্থের অভাবে থমকে রয়েছে চিকিৎসা। পরিবারে শুরু হয়েছে অভাব অনটন। স্বাস্থ্য সাথী কার্ড থাকলেও কোথায় গেলে মিলবে চিকিৎসা তা নিয়ে দিশেহারা। এই অবস্থায় তার এই দুর্দশার কথা জানতে পেরে সোমবার হরিশ্চন্দ্রপুর এলাকার এক সাংবাদিক হাবিব খান আর্থিক সহযোগিতার পাশাপাশি তার চিকিৎসার ব্যবস্থা করিয়ে দিলেন।
হাসান আলির পরিবারে রয়েছে স্ত্রী সহ দুই নাবালক সন্তান। একটা জরাজীর্ণ ঘরে কাটছে তাদের দিন। সাংবাদিক হাবিব খানের আর্থিক সাহায্যে হাসী ফুটেছে পরিবারের মুখে। মন জয় করে নিয়েছেন এলাকাবাসীর।