নির্বাচন কমিশনার ‘ভেড়ার দল’! তোপ অধীর রঞ্জন চৌধুরীর

রঙ্গীলা খাতুন, কান্দি, এনবিটিভিঃ কান্দি পৌরসভা নির্বাচন কে সামনে রেখে কান্দি কংগ্রেস প্রার্থীদের সঙ্গে মিটিং করতে সোমবার কান্দিতে এলেন অধীর চৌধুরী।

সোমবার কান্দি বাসস্ট্যান্ড থেকে কর্মীদের নিয়ে পায়ে হেঁটে কংগ্রেস কার্যালয়ে প্রার্থীদের সঙ্গে আলোচনা করেন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনার কে ভেড়ার দল বলে তোপ দাগলেন তিনি।

তিনি বলেন,” চারটি পৌরসভা নির্বাচনে অশান্তির চিত্র, কংগ্রেস থেকে শুরু করে যেভাবে বিরোধীদের হুমকি দেওয়া হয়েছে, ভোটের দিন ভোট লুট করেছে, সব দেখেও নির্বাচন কমিশন চুপ, অভিযোগ পেয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়েনি”। এইভাবে ভোট করার কোনো মানে হয়না বলে জানান তিনি।

প্রসঙ্গত কান্দি রাজ কলেজের দীর্ঘদিনের প্রফেসর ছিলেন বিদিৎ কুমার দাস, গত ১৯ জানুয়ারী মৃত্যু হয়। সোমবার মৃত বিদিৎ কুমার দাসের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। তার সঙ্গে কান্দিতে শান্তি পূর্ণ ভোট নিয়ে আশঙ্কা প্রকাশ করেন।

Latest articles

Related articles