পুলওয়ামা হামলায় শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন বামনগোলা তৃণমূল ছাত্র পরিষদের

গোলাম হাবিব, মালদা, এনবিটিভি : ২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারি জঙ্গিদের চক্রান্তে কাশ্মিরের পুলওয়ামায় শহীদ হয় ৪০ জন সেনা, তাই এই দিন টিকে ভারতের ইতিহাসে অন্যতম কালোদিন বলে মনে করা হয়। আজকের দিনটি মনে রেখে জায়গায় জায়গায় দেখা যায় শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করতে। আর তেমনটাই চিত্র দেখা গেল মালদহের বামনগোলা ব্লকে। তৃণমূল ছাত্র পরিষদ ও সমর্থক দের দেখা যায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।

সোমবার রাতে বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকার তৃণমূল দলীয় কার্যালয় থেকে হাতে মোমবাতি নিয়ে একটি মৌন মিছিল বের করা হয়, মিছিলটি গোটা পাকুয়াহাট পরিক্রমণ করার পর রবীন্দ্র মোড়ে শেষ হয়। সেখানে রবীন্দ্র মূর্তির পাদদেশে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানান সকলে।

এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক সরকার, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তোতোন দাশ, যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সুজিত মন্ডল ও অন্যান্য নেতৃত্ব।

Latest articles

Related articles