রাজনৈতিক হানাহানি বন্ধের ও মঙ্গল কামনায় শান্তি যজ্ঞের আয়োজন নবদ্বীপে

নবদ্বীপ, এনবিটিভিঃ  দেশে যে রাহাজানি শুরু হয়েছে, সেই কারণে মানুষের মঙ্গল কামনার্থে ও বিশ্বব্যাপী হানাহানি হিংসা প্রতিরোধ করতে শান্তি যজ্ঞের আয়োজন করল নবদ্বীপ পুরোহিত সমাজের সদস্যরা। বুধবার সকালে নদীয়ার নবদ্বীপ রাধাবাজার পার্ক এলাকায় হিন্দু শাস্ত্র মতে পূজার্চনা ও শান্তি যজ্ঞের আয়োজন করা হয় নবদ্বীপ পুরোহিত সমাজের পক্ষ থেকে।

গোটা দেশজুড়ে রাজনৈতিক হানাহানি সহ একাধিক হিংসার ঘটনা বেড়েই চলেছে। খুন ধর্ষণ থেকে শুরু করে লুটের সন্ত্রাস চলছে গোটা দেশজুড়ে। সেই কারণেই সাধারণ মানুষের মঙ্গল কামনার্থে ও বিশ্বব্যাপী মানব সমাজে চলতে থাকা হানাহানি, প্রাণহানি ও হিংসার যে বাতাবরণ তৈরি হয়েছে তা থেকে বিশ্বকে রক্ষা করে সার্বিকভাবে শান্তির পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্যেই মূলত এই দিনের শান্তি যজ্ঞের আয়োজন বলে জানিয়েছেন নবদ্বীপ পুরোহিত সমাজের সদস্যরা।

Latest articles

Related articles