পশ্চিমবঙ্গ, এনবিটিভি ডেস্ক: প্রতিবাদ, বিক্ষোভ, আন্দোলনে আলোড়িত হচ্ছে আমতা সহ গোটা রাজ্য।
এমনকি বিক্ষোভের এই আঁচ ছড়িয়ে পড়ছে শহরের রাজপথ থেকে প্রান্ত্রিক গ্রাম গুলিতেও।
এদিন আনিস খানের মৃত্যুর প্রতিবাদে ,মুর্শিদাবাদের একেবারে সীমান্তবর্তী এলাকার শেখপাড়ায় বামপন্থী সংগঠনের তরফ থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল।এদিন শয়ে শয়ে বামপন্থী সংগঠনের কর্মীরা আনিস খানের মৃত্যুতে নিরপেক্ষ ভাবে সিবিআই তদন্তের দাবিতে ও তদন্তে পুলিশি হস্তক্ষেপের অভিযোগে বিক্ষোভ মিছিলে সামিল হয়।
আনিস খানের মৃত্যু কে ঘিরে , যে বিক্ষোভ সৃষ্টি হয়েছে তার আঁচ যে শুধু শহরের রাজপথেই সীমাবদ্ধ নেই, তা স্পষ্ট প্রান্তিক এলাকার এই মিছিল গুলোতেই।