ছাত্রনেতা আনিস খানের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামলেন মালদা ISF সংগঠন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20220223_201716

গোলাম হাবিব, মালদা: ছাত্রনেতা আনিস খানের মৃত্যু ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। ছাত্রনেতা খুনের প্রতিবাদে জায়গায় জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ।এই বিক্ষোভের আঁচ দ্রুত ছড়িয়ে পড়েছে জেলার বিভিন্ন প্রান্তসহ প্রান্তিক গ্রামগুলিতেও। আর এই বিক্ষোভের আঁচ পৌঁছালো মালদহেও। মঙ্গলবার মালদা জেলার সুজাপুর বিধানসভা কেন্দ্রে এক বিক্ষোভ মিছিলের ডাক দেয় ISF সংগঠন।

ISF এর ডাকা এই বিক্ষোভ আন্দোলনে সামিল হয় শতাধিক মানুষ। পোষ্টার, প্লাগার্ড হাতে আন্দোলন করতে দেখা যায় তাদের। তারা CBI তদন্তের দাবি চেয়ে দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতে থাকেন। তদন্তে পুলিশের ভূমিকা নিয়েও তুলেছে প্রশ্ন তুলেছেন একাধিক বিরোধী সংগঠন। CBI তদন্তের দাবী চেয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চাইছেন সকলেই।

আনিস খানের মৃত্যু কে ঘিরে , যে বিক্ষোভ সৃষ্টি হয়েছে তার আঁচ যে শুধু শহরের রাজপথেই সীমাবদ্ধ নেই, তা স্পষ্ট প্রান্তিক এলাকার এই মিছিল গুলোতেই।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর