১০৮ পুরসভা ভোটে ঘাসফুলের ঝড়, দার্জিলিং-এ ধ্বস তৃনমূলের

এনবিটিভি ডেস্কঃ  রবিবার সম্পন্ন হয়েছে রাজ্যের ১০৮ টি পুরসভার ভোট। আজ রয়েছে পুরভোটের ফলাফল। ফলাফল ঘিরে স্বভাবতই তৃণমূল থেকে বিজেপি, কংগ্রেস থেকে বামেদের নজর রয়েছে। নজর রয়েছে আম জনতার। পুরভোটে বাংলার রাজনৈতিক রাশ কোন পার্টির হাতে থাকে তা জানান ভোট বাক্স খোলার পরেই শাসক দলের ঝুলিতে বেশির ভাগই গিয়ে পড়ছে দেখা যায়। ইতি মধ্যে দিকে দিকে সবুজ আবির মেখে জয়ের উল্লাস প্রকাশ করছেন তৃণমূল সমর্থকরা।

এদিকে মুখ্যমন্ত্রী সকল সফল তৃণমূল কংগ্রেস প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন।

  আজ সকালে পুরসভার ভোট গণনা কেন্দ্র গুলি কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে। গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। দুপুর ১ টা পর্যন্ত ভোট গননার ফলাফলা অনুযায়ী ১০৩ টি পুরসভায় জয়ী তৃণমূল। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা। দার্জিলিং পুরসভা দখল করল দু’মাস পূর্বে তৈরি হামরো পার্টি। দার্জিলিঙে ১৭টি ওয়ার্ডে জয়ী হামরো পার্টি।

জয়ের পরে হামরো পার্টি’র সমর্থকরা।

উল্লেখ্য, ১০৮ টি পুরসভার মধ্যে মাত্র ৪ টি পুরসভাতে ত্রিশঙ্কু লড়াই। দিলীপ ঘোষের গড়ে খড়গপুর পুরসভা দখল করল তৃণমূল। তাহেরপুর পুরসভা দখলে রাখল বামেরা। অনেক জায়গাতে গেরুয়া আবির মেখে জয়ের উল্লাস প্রকাস করছে।   ফলাফলের ট্রেন্ডিং শাসকদলের ঝুলি ভরি দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।  যদি এই পুরভোটে ছাপ্পা ভোটের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে।

Latest articles

Related articles