সুরজিৎ দাশ, নদীয়া: রাজ্যের পৌর দখলে ঝড় তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু নদীয়ার তাহেরপুর পৌরসভা গেছে বামদের দখলে। তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এবার আরও একধাপ এগিয়ে বামেদের বিরুদ্ধে অভিযোগ তুললো তৃনমূল কংগ্রেস। তাদের অভিযোগ”ভোটের আগের দিন মানুষকে ভয় দেখিয়ে টাকা বিলি করে কার্যত পৌরসভা দখল করেছে বামফ্রন্ট”। অন্যদিকে বামফ্রন্টের অভিযোগ “তৃণমূল সন্ত্রাস না তৈরি করলে আরও বেশি আসনে জয় পেতাম” পাল্টা দাবি বামফ্রন্টের।
গোটা রাজ্য জুড়ে যখন পৌরসভা ভোটের ফলাফলে সবুজ আবির উঠছে, ঠিক তখনই একমাত্র নদীয়ার তাহেরপুর পৌরসভায় নিজেদের জায়গা ধরে রাখলো বামফ্রন্ট। তাহেরপুর পৌরসভার 13 টি আসনের মধ্যে আটটিতে জয় লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে লাল শিবির। হারের কারণ হিসেবে তাহেরপুরের তৃণমূল নেতা পরিতোষ ঘোষ এর দাবি, “ভোটের আগের দিন বামফ্রন্টের দুষ্কৃতী বাহিনী গোটা রাত জুড়ে তাণ্ডব চালিয়েছে তাহেরপুরে। মানুষকে ভয় দেখানো থেকে শুরু করে টাকা বিলি করা হয়েছে”।নাহলে এই পৌর সভায় আমরা জয়লাভ করতাম।
যদিও তাহেরপুর সিপিআইএম নেতৃত্ব তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন, “তৃণমূল যদি সন্ত্রাস না চালাতো ভোটের দিন ছাপ্পা বুথ দখল না করতো তাহলে আরো বেশি আসনে জয়লাভ করে আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতাম”। যদিও তাহেরপুরের বিজেপি তাদের ব্যর্থতার দায় স্বীকার করেছে। তাদের দাবি,” সাংগঠনিকভাবে দুর্বল ও তার কারণেই তারা তাহিরপুরে দাগ ফোটাতে পারেনি”। সব মিলিয়ে তাহিরপুরের ফলাফল নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে।