কৃষ্ণগঞ্জে অসম্পূর্ণ কালভার্টের গর্তে পড়ে গিয়ে মৃত্যু দুই যুবকের

নদীয়া, এনবিটিভিঃ  আবারো ভয়াভহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুইজনের, আশঙ্কাজনক অবস্থায় আরও ১ জন হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার চৌগাছা এলাকায়।

 জানা যায়, গতকাল রাতে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার চৌগাছা এলাকার তিন যুবক একটি আত্মীয় বাড়ি কালী পুজো উপলক্ষে বেড়াতে যায়। গভীর রাতে তারা বাইক নিয়ে বাড়ি ফিরছিল। ঠিক তখনই কৃষ্ণগঞ্জ এর চৌগাছা এলাকার ডাকতে গাড়ির মাঠে একটি অসমাপ্ত কালভার্টের গর্তে পড়ে যায়। দীর্ঘদিন আগে ওই কালভার্টটি তৈরি করা শুরু হলেও এখনো সম্পূর্ণভাবে তৈরি হয়নি। যে কারণে ভয়ংকর গর্ত হয়ে রয়েছে কালভার্টের দুই পাশে।সেই গর্তে বাইক নিয়ে পড়ে যাই ওই তিন যুবক। সারারাত ওই ঘরেই পড়ে থাকে বাইক আরোহীরা। সকালে ওই স্থান দিয়ে স্থানীয় বাসিন্দারা যাতায়াতের সময় এক যুবকের গোঙানির আওয়াজ পায়।

 এরপর এই খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। পুলিশ এসে তিন যুবককে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই সুজয় মণ্ডল ও চিরঞ্জিত লোহার নামে দুই যুবককে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। রনি বাগ নামে আর এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে।

কয়েক দিন আগে ওই একই কালভার্টে পড়ে মৃত্যু হয় এক ইঞ্জিন ভ্যান চালক এর। স্থানীয়দের অভিযোগ কন্টাকটারের গাফিলতির ফলেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। স্থানীয়রা চাইছেন অবিলম্বে p.w.d. উদ্যোগ নিয়ে এই কালভার্টের কাজ সম্পূর্ণ করুক।

Latest articles

Related articles