পুলিশের জালে আগ্নেয়াস্ত্রসহ দুই দুষ্কৃতী

জৈদুল সেখ, মুর্শিদাবাদ:রাতের অন্ধকারে আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক কে হাতেনাতে পাকড়াও করে বড়োয়া থানার পুলিশ। জানা গেছে,
ডাকাতির উদ্দেশ্যে রওনা দেবার আগেই এই দুই যুবককে হাতেনাতে আগ্নেয়াস্ত্র সহ আটক করে বড়য়া থানার পুলিশ।

গতকাল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, বড়োয়া থানার পাঁচথুপি সর্বশী ঘাট এলাকা থেকে আটক করে ওই দুই যুবককে।তাদের কাছে তল্লাশি চালিয়ে মেলে একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম এমর পিস্তল ও দুটি কার্তুজ।উল্লেখ্য,প্রায় দুই মাস ধরে বড়োয়া থানার একাধিক এলাকায় ঘটেছে দুঃসাহসিক চুরির ঘটনা। আর চুরির ঘটনার কিনারা বের করতে তৎপর হয় বড়োয়া থানার পুলিশ।

গতকাল পুলিশ গোপন সূত্রে খবর এর ভিত্তিতে ডাকাতির আগেই জড়ো হওয়া দুই যুবককে হাতেনাতে পাকড়াও করে পাঁচথুপি এলাকা থেকে। রবিবার
পুলিশ হেপাজতের আবেদন জানিয়ে ধৃত রাজেশ শেখ ও শের আলী শেখ কে কান্দি মহকুমা আদালতে তোলা হয়েছ পুলিশের পক্ষ থেকে। তাদের জিজ্ঞাসা বাদ করে মুলচক্রী দের পাকড়াও করার চেষ্টা করছে পুলিশ।

বড়ঞা থেকে জৈদুল সেখ রিপোর্ট এনবিটিভি

Latest articles

Related articles