এনবিটিভি ডেস্কঃ বাঙালীর বারো মাসে তেরো পার্বণ শুনে আসছি আমরা। ঠিক এই পার্বণকে কাজে লাগিয়ে মদের জোগান দিয়ে ৪০০ কোটি টাকার ব্যবসা করে নিল। রাজ্যে এই প্রথমবার এতো অল্প সময়ে মদের বিক্রি হল।
আফগারি সূত্রে জানা গিয়েছে, এই হোলি উৎসবে প্রতিদিন ৪৫ কোটি টাকার বিভিন্ন নামী দামি মদ বিক্রি হয়েছে। আগামী ২০২২-২৩ সালের অর্থ বর্ষে ১৬,৫০০ কোটি টাকার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
এদিকে রাজ্যে ‘দুয়ারে মদ’ পরিষেবা দেওয়ার ঘোষণা দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। বাড়িতে বসে পাবে মদ, শুধু মাত্র একবার অনলাইনে অর্ডার করলেই হবে।
যদিও ‘দুয়ারে মদ’ পরিষেবা নিয়ে সুশীল সমাজে শোরগোল পড়েছিল। তাদের দাবী ছিল, সমাজে মাতালের সংখ্যা বেড়ে যেতে পারে। অনেক বাড়িতে অশান্তির কারন মাদক, তাই কোন ভাবে এই ‘দুয়ারে মদ’ প্রকল্প মেনে নেওয়া যেতে পারে না। কাজ হয়নি বিক্ষোভ করে। সুকৌশলে ‘দুয়ারে মদ’ কার্যকারী করেছে রাজ্যে।
তথ্য সূত্রঃ টাইমস অফ ইন্ডিয়া