নিজস্ব সংবাদদাতা: ‘রামপুরহাট গণহত্যা’ নিয়ে গোটা রাজ্য রাজনীতি উত্তাল। ইতিমধ্যেই বিরোধীরা মিটিং মিছিলে করে প্রতিবাদ জানিয়েছেন। সিপিএমের রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিম ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দল বিজেপি তারা রামপুরহাট গণহত্যার প্রতিবাদে বিধানসভার অধিবেশন বয়কট করেছে। এমনকি এই ঘটনার রেশ পড়েছে দেশের রাজনীতিতে। লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এ নিয়ে রাষ্ট্রপতি সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন।
অন্যদিকে পশ্চিমবঙ্গের বিজেপি সংসদরা পার্লামেন্ট ভবনের সামনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রামপুরহাট গনহত্যার প্রতিবাদ জানিয়েছে।
পশ্চিমবঙ্গে বরাবরই মুসলিমদের রাজনৈতিক বলি বানানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন এসডিপিআইএয়ের রাজ্য সম্পাদক হাকিকুল ইসলাম।
চারিদিকে যখন বিরোধীদল সরকারে বিদ্যামান তুলেছেন ঠিক তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল রামপুরহাটে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করেন বলে জানিয়েছেন একটি ভারতীয় সংবাদ সংস্থা।