ফেনসিডিল ও  আগ্নেয়াস্ত্র সহ ধৃত পাঁচ ডোমকলে

একটা মারুতি ভ্যান, ১০০ বোতল ফেন্সিডিল  অন্যদিকে একটি ৯ এম এম পিস্তল সহ দুই রাউন্ড গুলি  উদ্ধার করল ডোমকল থানার পুলিশ। গোটা ঘটনায় পাঁচ ব্যাক্তিকে গ্রেফতার করেছে ডোমকল থানার পুলিশ।

সূত্রের খবর ডোমকল থানার ফতেপুর ফেরি ঘাট থেকে একটি মারুতি ভ্যান সহ ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ধৃত ব্যাক্তিরা হলো ডোমকলের বাসিন্দা ২৬ বছরের রায়হান শেখ, ২২ বছরের মিরাজুল সেখ, ২৩ বছরের সারিকুল শেখ।

অন্যদিকে ডোমকল কুশাবাড়িয়া কালিঘাট থেকে উদ্ধার হয়েছে একটি ৯ এম এম পিস্তল সহ দুই রাউন্ড গুলি। ধৃত ব্যক্তিরা হল ডোমকল জিতপুরের বাসিন্দা ৩০ বছরের আফজাল শেখ ও নদীয়া জেলার থানার পাড়া থানার বাসিন্দা ৫৬ বছরের আহমেদ মন্ডল।

ধৃত ব্যাক্তিদের আজ জেলা আদালতে পাঠানো হয়, পুরো বিষয়টি তদন্ত করে দেখছে ডোমকল থানার পুলিশ।

Latest articles

Related articles