নতুন প্রজন্মের জন্য গম্ভীরা সঙ্গীত কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মালদায়

মালদা,রতুয়া ঃ মালদা জেলার রতুয়াতে আড়ম্বর সাহিত্য পত্রিকার পক্ষ থেকে রবিবার বিকালে বাহারাল নব-দিগন্ত বিদ্যাঙ্গন প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো গম্ভীরা গানের কর্মশালা ও ও সাংস্কৃতিক অনুষ্ঠান| এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে ফতেপুর গম্ভীরা দল। এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল মালদা জেলার প্রত্যেক প্রান্তে নতুন প্রজন্মের যুবক-যুবতী ও ছাত্র-ছাত্রীদের মালদা জেলার লোকসংগীত গম্ভীরা গান সম্পর্কে জাগ্রত করা। গম্ভীরা গানের উদ্যোক্তা বাবলু মণ্ডলের কথায় “ মালদা জেলার লোকসংগীত গম্ভীরা গান এই ঐতিহ্য বজায় রাখাই আমাদের মূল উদ্দেশ্য।“ এছাড়াও এদিন আড়ম্বর সাহিত্য পত্রিকার পরবর্তী সংখ্যা কবে প্রকাশিত হবে এবং পত্রিকা সম্পর্কে আলোচনা করা হয়। এদিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার কিছু শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।

Latest articles

Related articles