জমি সংক্রান্ত বিবাদের জেরে বড় ছেলের বউয়ের হাতে আক্রান্ত বৃদ্ধা শাশুড়ি

জমি সংক্রান্ত বিবাদের জেরে বড় ছেলের বউয়ের হাতে আক্রান্ত বৃদ্ধা শাশুড়ি। শান্তিপুর ফুলিয়ার কৃষি পল্লী এলাকার বাসিন্দা পুষ্প রানী দাস বয়স আনুমানিক ৭৫ বছর। তার অভিযোগ তার স্বামী মারা গেছেন বেশ কয়েক বছর আগে, তারপর থেকেই তার বড় ছেলের বউ তার স্বামীর নামের জায়গাটুকু জোরপূর্বক লিখিয়ে নেওয়ার চেষ্টা করেন তার কাছ থেকে। তিনি প্রতিবাদ করলে এর আগেও তাকে বেধড়ক মারধর করে, যদিও বড় ছেলে কোন রকম প্রতিবাদ করেনা বলেই দাবি তার। তার ছোট ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন। রবিবার সকালে একই ঘটনায় তার বড় ছেলের বউ হঠাৎ তাঁর উপর চড়াও হয়, এরপর বৃদ্ধা শাশুড়ি পুষ্প রানী দাসকে বেধড়ক মারধর করে। পুষ্প রানী দাসের ছোট ছেলে ঠকাতে গেলে তাকেও বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় রবিবার বৌমার বিরুদ্ধে অভিযোগ করতে শান্তিপুর থানার দ্বারস্থ হয় আক্রান্ত বৃদ্ধা শাশুড়ি পুষ্প রানী দাস এরপর লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ। বৌমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরে আক্রান্ত পুষ্প রানী দাস বলেন, জমিটি জোরপূর্বক লিখে নেওয়ার চেষ্টা করে তার বৌমা তিনি দিতে রাজি না হলে তাকে খেতে পর্যন্ত দেয়না। প্রতিদিনের বৌমার অত্যাচারে অতিষ্ঠ এখন তিনি।

Latest articles

Related articles