কানোয়ার তীর্থযাত্রায় মন্দিরে আটকে পড়া অভুক্ত তীর্থযাত্রীদের খাবার দিতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত এক মুসলিম যুবক

দেশে ফের করোনা ঊর্ধ্বমুখী।তার মধ্যেই শুরু হয়েছে কানোয়ার তীর্থযাত্রা।তবে করোনা পরিস্থিতিতে কানোয়ার যাত্রার অনুমতি দেওয়ার কটাক্ষের শিকার হয় উত্তরের সরকার। প্রতিদিন করোনার বাড়বারান্তি দেখে কানোয়ার তীর্থযাত্রা স্থগিত করল যোগী সরকার।এর মধ্যেই উত্তরপ্রদেশের একটি মন্দিরে ঢুকে কানোয়ার যাত্রীদের ফল ও জল বিতরণের ‘অপরাধে’ এক মুসলিম যুবককে মারধর করার অভিযোগ উঠল।এমনকি সামাজিক মাধ্যমে তাকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়।ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেছে ওই মুসলিম যুবকটি।
উল্লেখ্য, অভুক্ত তীর্থযাত্রীদের খাবার দিতে গিয়ে আক্রান্ত হওয়া ব্যাক্তিটির নাম কাজী ফারহান।আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারাণপুরে।
তাঁর অভিযোগ, মঙ্গলবার রাতে সাহারানপুরের একটি মন্দিরের ভেতরে প্রবেশ করে অভুক্ত, ক্লান্ত কানোয়ার যাত্রীদের ফল ও জল বিতরণ করছিলেন তিনি। এই ‘অপরাধে’ তাঁকে বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা মন্দির থেকে টেনে বের করে চেন দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে। ফারহান আরও জানান, যারা মারধর করে তাদের হাতে ধারাল অস্ত্র ছিল। এই ঘটনায় ফারহান গুরুতর আহত হন।

Latest articles

Related articles