এ বছর হচ্ছেনা কোন হজ যাত্রা, ফেরত দেওয়া হবে টাকা

এনবিটিভি ডেস্ক: এবছর করোনাভাইরাস মহামারীর জন্য কোনও ভারতীয় মুসলিম হজে যাবেন না। কেন্দ্রীয় সংখ্যলঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নকভি মঙ্গলবার জানিয়েছেন, সৌদি আরব তাদের দেশে হজযাত্রীদের না পাঠানোর অনুরোধ করেছে। তারই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত।

সোমবার রাতে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী মহম্মদ সালে বিন তাহের রেন্তেন ফোনে এই অনুরোধ করেছেন। তিনি জানান, করোনার জন্য সেদেশে বসবাসকারী খুবই কম লোকের জমায়েতের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। জনস্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখেই অন্য দেশের পূণ্যার্থীদের হজযাত্রায় নিষেধের কথা ভাবা হয়েছে।

ইতিমধ্যেই হজে যাবেন বলে যাঁরা টিকিট কেটেছেন, তাঁদের সবাইকে টিকিটের দাম ফেরত দেওয়া হবে।

Latest articles

Related articles