এনবিটিভি, ওয়েব ডেস্ক: আবার উত্তপ্ত দেগঙ্গা। বোমা মেরে তৃণমূল সমর্থক স্কুলছাত্রকে খুন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযোগের তীর বাম ও আইএসএফের দিকে। এই ঘটনায় আটক করা হয় তিনজনকে।
জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১১ টার সময় মিছিল সেরে গ্রামে ফিরছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। সেই মিছিলেই ছিল সেই ছাত্র। একই সময়ে মিছিল চলছিল বাম ও আইএসএফের। অভিযোগ, আইএসএফের মিছিল থেকেই তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। তা গিয়ে লাগে ওই ছাত্রের গায়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর, সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে পরিবারের অভিযোগ, শুধু বোমাবাজি নয় গুলিও চালানো হয়েছিল।
এরপর অভিযুক্তের বাড়িতে চড়াও হন তৃণমূলের কর্মী-সমর্থকরা এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।