এনবিটিভি, ওয়েব ডেস্ক: অশান্তি থামার নাম নেই মণিপুরে। মঙ্গলবার রাতে থৌবাল জেলার ৩ নম্বর রিজার্ভ ব্যাটেলিয়নের শিবিরে চড়াও হয় কয়েকশো মানুষ। গুলি ও অস্ত্র লুট করার চেষ্টা করে তারা। সেই সময় মৃত্যু হয় এক ব্যক্তির।
সেনার বক্তব্য, রাস্তা অবরোধ করে রিজার্ভ ব্যাটেলিয়নের শিবির থেকে অস্ত্র লুটের চেষ্টা চালায় তারা। অসম রাইফেলস এবং র্যাফ পরিস্থিতি সামাল দেয়। তখনই সংঘর্ষে মৃত্যু হয় এক ব্যক্তির এবং জখম হয় কমপক্ষে ২৩ জন।