এনবিটিভি, ওয়েব ডেস্ক: ‘ইডির ক্ষমতায় লাগাম পরানো দরকার’ মঙ্গলবার বিচারপতি এ এস বোপান্না ও এম এম সুন্দরেশের বেঞ্চে ওই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে এমনই আরজি জানান বর্ষীয়ান আইনজীবী হরিশ সালভে।
গুরুগ্রামের রিয়েল এস্টেট সংস্থা এম৩এমের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলা চলছে সুপ্রিম কোর্টে। সংস্থার আইনজীবী হরিশ সালভে বলেন, ”ইডিকে প্রভূত ক্ষমতা দেওয়া হয়েছে। যদি আদালত তাতে লাগাম না পরায়, তাহলে এই দেশে কেউই নিরাপদ নয়। কীভাবে পরপর গ্রেপ্তারি চলছে দেখুন। ওঁরা কিন্তু সহায়তা করছেন। এই ভাবে গ্রেপ্তারি অধিকারের লঙ্ঘন… এই ক্ষমতাকে লাগাম পরানো দরকার।” উল্লেখ্য ওই সংস্থার দুই কর্ণধার বসন্ত বনসল ও পঙ্কজ বনসলকে গ্রেপ্তার করেছে পুলিশ।