রক্তে ভাসছেন বিজেপির এজেন্ট, বুথের দরজাতেই পড়ে দেহ

এনভিটিভি,ওয়েব ডেস্ক: বুথের ভিতর বিজেপির পোলিং এজেন্টকে পিটিয়ে খুনের অভিযোগ। কোচবিহারের ফলিমারির ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। যদিও শাসকদলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। সকাল থেকেই একের পর এক হিংসার অভিযোগ কোচবিহারের একাধিক বুথে। দিনহাটা, তুফানগঞ্জের পর এবার কোচবিহার-১ ব্লকের ফলিমারি। যা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। সেখানেই এই নৃশংস ঘটনা। এই ঘটনায় জেলাশাসকের কাছে তড়িঘড়ি রিপোর্ট তলব করে রাজ্য নির্বাচন কমিশন। পাল্টা জেলাশাসক কমিশনকে জানান, খুনের ঘটনা বুথের বাইরে। তদন্ত শুরু হয়েছে কীভাবে ঘটল।

Latest articles

Related articles