পঞ্চায়েত নির্বাচনের দিন কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

এনবিটিভি, ওয়েব ডেস্ক: ‘কেন্দ্রের এক টাকাও পেতে দেবোনা’ পঞ্চায়েত নির্বাচনের দিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ভোট দানের পর তিনি জানালেন”এই নির্বাচন অবৈধ। ভারত সরকারের করের টাকা এই অবৈধভাবে জেতা পঞ্চায়েতকে আমি দিতে দেব না। ১০০ দিনের কাজের টাকা বন্ধ আছে মানে চুরি বন্ধ আছে। আবাস যোজনা বন্ধ। একটা টাকা এরা পায়, দ্বাদশ অর্থ কমিশনের। এবার সেটা বন্ধ করব। গতকালই মিড-ডে-মিলের নির্দেশিকা এসেছে। সব বিডিওগুলো জেলে যাবে। আমি এর শেষ দেখে ছাড়বে।”

যদিও পাল্টা দেন কুনাল ঘোষ। তিনি বলেন “ভোটে হিংসার সঙ্গে কেন্দ্রের টাকা আটকে দেওয়ার সম্পর্ক কী? আমরা দীর্ঘদিন ধরেই বলে আসছি, শুভেন্দুর উসকানিতে বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেন্দ্র সরকার রাজ্যের টাকা আটকে দিচ্ছে। সেই অভিযোগ প্রমাণিত হয়ে গেল। এরা আসলে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ২০২১ নির্বাচনে পরাজয়ের বদলা নিচ্ছে।”

Latest articles

Related articles