এনবিটিভি, ওয়েব ডেস্ক: বিভিন্ন জেলার ৬০৪ টি এমন বুথে সোমবার পুনর্নির্বাচনের ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। আর পুনর্নির্বাচন ঘিরে কোনওরকম হিংসা রুখতে তৎপর কমিশন।
তবে যে ৬০৪ টি বুথে সোমবার পুনর্নির্বাচন, তার প্রত্যেকটিতেই থাকবে আধা সেনা। হাফ সেকশন বা ৪ থেকে ৫ জন আধা সেনা জওয়ান মোতায়েন করা হবে বুথগুলিতে। সেইমতো রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকা পৌঁছেছে জেলাগুলিতে।