এনবিটিভি, ওয়েব ডেস্ক: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের পর পুনঃনির্বাচনের পর্বে গেলেও থামছেনা হিংসা ও সন্ত্রাস। একাধিক জায়গা থেকে উঠে আসছে রণক্ষেত্রের চিত্র।
এগরায় তৃণমূলের বিরুদ্ধে স্ট্রংরুম দখলের অভিযোগ। তার প্রতিবাদে বিক্ষোভ বিজেপির। পরিস্থিতি সামাল দিতে গিয়ে বিজেপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে বালিঘাই হাইস্কুল চত্বরে। বেশ কয়েকজন ঊর্দিধারী অল্পবিস্তর জখম হন।
এদিকে উত্তপ্ত হয়ে ওঠে নদিয়ার বিভিন্ন প্রান্ত। পুনর্নির্বাচনের দিন পাট খেত থেকে উদ্ধার নিখোঁজ বিজেপি কর্মীর দেহ ও প্রাণ গেল রাজনৈতিক হিংসায় এক জখম সিপিএম প্রার্থীর শ্বশুরের।
অন্যদিকে রবিবার সকাল থেকে রাত পর্যন্ত নন্দকুমারের শ্রীকৃষ্ণপুর-সহ তমলুকের নাইকুড়ি ব্লক এলাকায় দফায়-দফায় পথ অবরোধ ও বিক্ষোভ। সামাল দিতে লাঠি চালায় পুলিশ। বেশ কয়েকজনকে আটক হয়েছে। এদিকে বিজেপি কর্মী-সমর্থকদের মারে গুরুতর জখম হয়েছেন তমলুক শহর তৃণমূলের সভাপতি। তাঁর বাইকও জ্বালিয়েও দেওয়া হয়েছে।
এদিকে রবিবার রাতে মৃত্যু হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে সিজারুল শেখ নামে এক তৃণমুল কর্মীর। খড়গ্রামে আক্রান্ত হয়েছে পুলিশ। আবার নদিয়ায় গুলিবিদ্ধ হয়েছেন এক সিপিএম কর্মী।