এনবিটিভি, ওয়েব ডেস্ক: ১৪ জুলাই ফ্রান্সের জাতীয় দিবস বাস্তিল ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘গেস্ট অফ অনার’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে অনুষ্ঠানে একসাথে প্যারেড করতে দেখা যায় ফরাসি ও ভারতীয় সেনাদের। এছাড়াও চারটি রাফায়েল ফাইটার জেট ও দু’টি সি-১৭ গ্লোবমাস্টারও আকাশপথে অংশ নিল।
জানা গিয়েছে, ফরাসি সেনার পাশাপাশি ভারতীয় সেনার ২৬৯ জন জওয়ান যোগ দেন প্যারেডে। এদিনই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকে বসার কথা মোদির দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে ও প্রতিরক্ষা বিষয়ে নানা আলোচনা করতে।