জ্ঞানবাপী মসজিদ মামলা: ২১ জুলাই রায় ঘোষণা করতে পারেন বিচারক

এনবিটিভি, ওয়েব ডেস্ক: জ্ঞানবাপী মসজিদ মামলায় নয়া মোড়। কার্বন ডেটিং নিয়ে বারণসী আদালতে শুনানি শেষ। সওয়াল জবাব শেষ হলেও, মামলার রায়দান স্থগিত রাখে আদালত। আগামী ২১ জুলাই রায় ঘোষণা করতে পারেন বিচারক।

গত মে মাসে ‘আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’কে দিয়ে গোটা মসজিদ চত্বরের সমীক্ষা করানোর আরজি সংক্রান্ত মামলা শুনতে রাজি হয়েছিল আদালত। হিন্দুপক্ষের আইনজীবী বিষ্ণুশংকর জৈনের আবেদনের পরে এই রায় দিয়েছিলেন বিচারক। এরপর আদালত মসজিদ কমিটির জবাব জানতে চেয়েছিল। দু’পক্ষের শুনানি শেষে এইদিন এই রায় দিল আদালত। সংরক্ষণ করল কার্বন ডেটিং সংক্রান্ত আরজির রায়।

Latest articles

Related articles