এনবিটিভি, ওয়েব ডেস্ক: শুক্রবার সকাল ১০ টা বেজে ১৫ মিনিট নাগাদ ভাঙড়ে যাওয়ার পথে রাজারহাটে পুলিশি বাধার মুখে বিধায়ক নওশাদ সিদ্দিকি। পুলিশ অফিসার ইন্দিরা মুখোপাধ্যায় আটকে দেন বিধায়ককে। সাফ জানান, তাঁকে যেতে দেওয়ার অনুমতি নেই।
ভাঙড়ের বিধায়ক হওয়া সত্ত্বেও তাঁকে এলাকায় যেতে না দেওয়াকে কেন্দ্র করে চাপা উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশের ব্যারিকেডের সামনে গাড়িতে অপেক্ষারত বিধায়ক। তাঁর অভিযোগ, অনৈকভাবে আটকানো হয়েছে। প্রশাসনের তরফে পরিকল্পনামাফিক তাঁকে আটকানো হচ্ছে। প্রশ্ন তোলেন, শওকত মোল্লা ভাঙড়ে অবাধ বিচরণ করতে পারলেও তিনি কেন এলাকায় প্রবেশের অনুমতিই পাচ্ছেন না। তাঁর অভিযোগ, রাতে পুলিশ ভাঙড়ে অত্যাচার করছে।