এনবিটিভি, ওয়েব ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার পরেও হিংসা ও খুন অব্যাহত। ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের ২৪২ নম্বর গাজিপাড়ার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি নান্টু গাজিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে বিরোধী আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে।
জানা গেছে, শুক্রবার বিকেলে সাতমুখী বাজারে গিয়েছিলেন তিনি। রাত নটার সময় বাড়ি ফিরছিলেন। অভিযোগ, তেঁতুলতলা এলাকায় ১০-১২ জন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায়। সাহিনা গাজী নামে এক মহিলাকেও ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে বলে অভিযোগ। তাদের প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।
অন্যদিকে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া চকরাম গ্রামেও হার বিজেপির। গ্রামবাসীরা তাঁকে ‘ত্যাজ্যপুত্র’ করেছে বলেই কটাক্ষ ঘাসফুল শিবিরের।