এনবিটিভি, ওয়েব ডেস্ক: ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের পাঁজর ভেঙ্গে দিলেন মহাম্মদ সিরাজ। ২৫৫ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস।
দ্বিতীয় ইনিংসে আবারও ঝড়ের গতিতে এগিয়ে চলেছে ভারত। প্রথম টেস্টের পর এই টেস্টেও জয়ই লক্ষ্য ভারতের। এবার দেখার নিজেদের ঘরের মাঠে ক্যারিবিয়ানরা কীভাবে নিজেদের গড় সামলান।