এনবিটিভি, ওয়েব ডেস্ক: শুভেন্দু অধিকারীর এফআইআর-এর পাল্টা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার তিনি দিল্লি যাওয়ার সময় বিমানবন্দরে সাংবাদিকরা এই নিয়ে প্রশ্ন করলে সংক্ষিপ্ত জবাব দেন – শুভেচ্ছা রইল।
উল্লেখ্যশুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) রবিবার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে ‘ঘৃণা ভাষণ’-এর অভিযোগ তুলে বাড়ি ঘেরাও কর্মসূচিকে বিপজ্জনক, প্রাণহানির আশঙ্কা বলে চিহ্নিত করেন বিরোধী দলনেতা। তাই মুখ্যমন্ত্রী ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক – দু’জনের বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ নেওয়ার আরজি জানিয়েছেন।