মণিপুর ইস্যু: মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টকে হলফনামা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

এনবিটিভি, ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার মণিপুর নিয়ে এক মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টকে হলফনামা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব অজয় ভাল্লা হলফনামা দিয়ে জানিয়েছেন, “মহিলাদের বিরুদ্ধে যে কোনও ধরনের অপরাধে কেন্দ্রের নীতি জিরো টলারেন্স। আমরা এই ধরনের অপরাধকে নির্মম বলে মনে করি। এটাকে যতটা গুরুত্ব দিয়ে দেখার দরকার, ঠিক ততটা গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। আমরা চায় অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক, যাতে সমাজে ইতিবাচক বার্তা যায়।” প্রধান বিচারপতি অনুপস্থিত থাকায়, এদিন আর মণিপুর মামলা শোনা হবেনা বলে আদালত সূত্রে খবর।

উল্লেখ্য, মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ভিডিও যে তুলেছিল, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

Latest articles

Related articles