এনবিটিভি, ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার মনিপুরে নারী নির্যাতনের ভয়াবহ ভাইরাল ভিডিওর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিল স্বরাষ্ট্রমন্ত্রক। এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব অজয় ভাল্লা সুপ্রিম কোর্টকে হলফনামা দিয়ে জানিয়েছেন, ”মহিলাদের বিরুদ্ধে যে কোনও ধরনের অপরাধে কেন্দ্রের নীতি জিরো টলারেন্স। আমরা এই ধরনের অপরাধকে নির্মম বলে মনে করি। এটাকে যতটা গুরুত্ব দিয়ে দেখার দরকার, ঠিক ততটা গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। আমরা চায় অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক, যাতে সমাজে ইতিবাচক বার্তা যায়।”
উল্লেখ্য, মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ভিডিও যে তুলেছিল, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।