কপালে তিলক কেটে হিন্দু পড়ুয়ার ক্লাসে হাজির হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা আলওয়ার জেলার এক সরকারি স্কুলে

এনবিটিভি, ওয়েব ডেস্ক: কপালে তিলক কেটে হিন্দু পড়ুয়ার ক্লাসে হাজির হওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত রাজস্থানের আলওয়ার জেলার এক সরকারি স্কুল। সেখানকার চোমা গ্রামে দুই সম্প্রদায়ের মধ্যে বিবাদকে ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে।

শুভম রাজপুত নামে একাদশ শ্রেণির এক পড়ুয়া কপালে তিলক কেটে ক্লাসে হাজির হয়। অভিযোগ, এরপরই কয়েকজন মুসলিম ছাত্র তাকে হুমকি দিতে থাকে। ক্রমে উত্তেজনার পারদ চড়ে। স্কুলের বাইরে জড়ো হন দুই সম্প্রদায়ের প্রায় ৫০০ মানুষ। শুভমের অভিভাবকরা এফআইআর দায়ের করেছেন। গ্রামে মোতায়েন রয়েছেন বহু সংখ্যক পুলিশ কর্মী।

Latest articles

Related articles