ফেনীতে সংবাদকর্মীকে স্বপরিবারে পুড়িয়ে হত্যা চেষ্টা..

সোনাগাজী প্রতিনিধিঃ- Exceptional Shawon

ফেনীতে দৈনিক আমার সময় ফেনী প্রতিনিধি ও আজকের মেইল অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ হাবীব উল্ল্যাহ মিয়াজীকে হত্যার উদ্দেশ্যে কতিপয় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা গত (২২জুন) মধ্য রাতে তার বাড়িতে আগুন লাগিয়ে বাহির হতে তালা লাগিয়ে দেয়।পরবর্তীতে প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসায় স্বপরিবারে আগুনের হাত হতে রক্ষা পায়।তবে তার ব্যবহারিত মোটরসাইকেলটি পুড়ে ছাই হয়ে পড়ে।

হাবীব মিয়াজী বলেন, আমার প্রশাসনের উপর শতভাগ আস্থা আছে, প্রকৃত দোষীরা শীঘ্রই গ্রেফতার হয়ে পড়বে।

সাংবাদিক হাবিব মিয়াজিকে হত্যা প্রচেষ্টার বিরুদ্ধে ফেনী প্রেসক্লাব,অনলাইন প্রেসক্লাব,রিপোটার্স ইউনিটি সহ বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও দোষী ব্যক্তিদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

এদিকে ফেনীর পুলিশ প্রশাসন বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এ ব্যাপারে ফেনী মডেল থানায় একটি এজাহার করা হয়েছে।

Latest articles

Related articles