আসামে ১২৮১ মাদ্রাসার নাম বদলে করা হলো স্কুল

আসামের ৩১ জেলার ১২৮১ মাদ্রাসাকে নাম বদলে সরকারি স্কুল করার ঘোষণা দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক্স হ্যান্ডেলে রাজ্যের শিক্ষা মন্ত্রী রনোজ পেগু এই তথ্য জানান।

তিনি লিখেন, সব ধরনের সরকারি মাদ্রাসাকেই মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে স্কুলে পরিণত করা হবে। ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন এর মধ্যেই ১২৮১ স্কুলের নাম বদলে মিডল ইংলিশ স্কুল করা হয়েছে।

২০২১ সালে আইন পরিবর্তন করে সকল সরকার পরিচালিত মাদ্রাসাকে স্কুলে পরিণত করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

এই বছরের মার্চে আসামের মুখ্যমন্ত্রী কর্ণাটকে এক র‌্যালিতে জানিয়েছিলেন, আসাম সরকার ইতিমধ্যেই ৬০০টি মাদ্রাসা বন্ধ করেছে। বাকী মাদ্রাসাগুলোও বন্ধ করে দেওয়া হবে। প্রতিষ্ঠানগুলোকে ইসলাম শিক্ষা কেন্দ্র থেকে বদলে শিক্ষা প্রতিষ্ঠানে বদলে দেওয়া হবে।

Latest articles

Related articles