কেরালার পালক্কড় জেলায় সিরাজুন্নিসার (১১) নামে এক মুসলিম কিশোরী পুলিশের গুলিতে হত্যার ৩২তম বার্ষিকী পালিত হয়েছে। তার নামেই পালক্কড় জেলার একটি রাস্তার নাম ‘সিরাজুন্নিসা’ রোড করা হয়েছে।
১৯৯১ সালে বিজেপি নেতা মুরলী মনোহর জোশির রাম মন্দির প্রচারণার এ ঘটনাটি ঘটে। সাম্প্রদায়িক উত্তেজনা চলাকালে শান্তি বজায় রাখার অজুহাতে রমান শ্রীবাস্তব নামে এক পুলিশ অফিসার ওই কিশোরীকে গুলি করে হত্যা করে।
সে সময় কংগ্রেস ও সিপিআই(এম) নেতৃত্বাধীন রাজ্য সরকার তাকে শাস্তি দেওয়ার পরিবর্তে কেরালার রাজ্য পুলিশের প্রধান ও কেরালার হোম মিনিস্ট্রির চীফ এডভাইজার হিসেবে পদোন্নতি দেয়।
রাস্তার নাম উদ্ভোধনের ছবি শেয়ার করে ফেসবুকে দেওয়া পোস্টে পালক্কড় জেলা ওয়েলফেয়ার পার্টি কেরালার নেতা সুলাইমান পালক্কাড় লিখেন, অতীতকে স্মরণ করার মাধ্যমেই আমরা প্রতিরোধকে শক্তিশালী করতে পারি।
১৯৯১ সালের ডিসেম্বরে বিজেপি প্রধান মুরলি মনোহর যোশী কেরেলায় গেলে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পায়। সে সময় নিজের বাড়ির উঠানে সিরাজুন্নিসা খেলার সময় পুলিশের গুলিতে নিহত হয়।